চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে ২২ ফেব্রুয়ারি থেকে ৬মার্চ পর্যন্ত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ১২তম দিন গতকাল ৫মার্চ মিলনায়তনে মঞ্চস্থ হয় প্রসেনিয়াম’র নাটক ‘নোরা কই যায়’। মোকাদ্দেম মোরশেদ রচিত ও নির্দেশিত নাটকটিতে দেখা যায়, ইউ শেপের এপার্টমেন্ট, পাশাপাশি দুটো বাসা। একটিতে থাকে নওরিন সেগুফতা, একা। অন্যটিতে এক থিয়েটার দম্পতি রূপক, নুমা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন ফারজানা মুনমুন, মিশফাক রাসেল, হ্যাপী চৌধুরী, পৃথা পারমিতা রায়, আসমা উলফাত এশা, আনিকা ফেরদৌস,শিমরান ফেরদৌস, ওমর ফারুক, জয়া প্রযুক্তা, মারিয়া খানম, সুহাইলা আফরোজ, অহনা বিশ্বাস, নুসাইবা তাবাসসুম, প্রিয়ন্তী দাশ পৃথা, উদাইসা মুনতাহানা, প্রবাল চৌধুরী ও প্রসেনজিত বড়ুয়া। এর আগে নাট্যকর্মী দিলরুবা খানমের সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চের অনুষ্ঠানে সন্ধ্যে সোয়া ৬টায় ‘মুক্ত–নাটক‘ “ব্যঙ ও মানুষ” পরিবেশন করে ‘গণায়ন নাট্য সমপ্রদায়’ এবং দলীয় নৃত্য পরিবেশন করে ‘প্রাপন একাডেমি’। আজ ৬মার্চ উৎসবের সমাপনী দিনে মিলনায়তনে নাটক ‘অন্তর্দাহ’ পরিবেশন করবে ‘থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম।












