গ্রুপ থিয়েটার উৎসবে চট্টগ্রাম শিল্পী সংসদের পরিবেশনা

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিল্পীদের কল্যাণ, সংস্কৃতির বিকাশ! এই মর্ম বাণীকে ধারণ করে সুস্থসঙ্গীতের চর্চায় সর্বদা বদ্ধপরিকর চট্টগ্রাম শিল্পী সংসদ। নিয়মিত কর্মসূচির আওতায় বিভিন্ন সময় শিল্পী সংসদের সদস্যরা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আয়োজিত ‘গ্রুপ থিয়েটার উৎসব’ এ অংশগ্রহণ করেন চট্টগ্রাম শিল্পী সংসদের সদস্যবৃন্দ। সংগীতের বিভিন্ন ধারায় তাদের পরিবেশনা মোহিত করেছে উপস্থিত শ্রোতাবৃন্দকে। শিল্পীদের কন্ঠে দেশের গান, ভাষার গান, লোকসংগীত, হারানো দিনের কালোত্তীর্ণ সংগীতের সুরের মূর্ছনায় বুঁদ হয়ে ছিলেন উপস্থিত দর্শক শ্রোতা। অনুষ্ঠানের শেষে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম কর্তৃক চট্টগ্রাম শিল্পী সংসদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন সংসদের সভাপতি, রবীন্দ্র গবেষক ও শিল্পী শহীদুর রহমান। উপস্থিত ছিলেন সহ সভাপতি মঞ্চ,বেতার ও টেলিভিশন শিল্পী ইকবাল পিন্টু এবং সাধারণ সম্পাদক শিল্পী, সুরকার, সংগীত পরিচালক দিদারুল ইসলাম। সংগীত পরিবেশনায় ছিলেন শিল্পী রত্না দত্ত দে, জলি মুখার্জী, ইন্তেখাব আলম মান্না, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, সোমা রায়, শিমলী দাশ, শেলী দে, দৃষ্টি শর্ম্মা, চন্দ্রিমা ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফা আফরিন। এর আগে সি আর বি শিরীষ তলায় আয়োজিত অমর একুশে বই মেলায় চট্টগ্রাম শিল্পী সংসদ তাদের পরিবেশনায় দর্শকদের মোহিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসেই ‘অভাগী’ হয়ে আসছেন মিথিলা
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ময়লার স্তূপ থেকে স্কুলে আগুন