গ্রুপ থিয়েটার উৎসবের ৮ম দিনে নাটক ‘বদলী’ মঞ্চস্থ

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ১৩ দিনব্যাপী গ্রুপ থিয়েটার উৎসবের ৮ম দিন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে ‘কালপুরুষ নাট্য সমপ্রদায়’ প্রবর্তিত শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্যপদক প্রদান করা হয়। এবার এই পদক পেলেন গুণী নাট্যকারনাট্যনির্দেশক নাট্যজন রবিউল আলম।

গ্রুপ থিয়েটার উৎসবের আহ্বায়ক ও চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের সভাপতি নাট্যজন খালেদ হেলালের সভাপতিত্বে নাট্যপদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, নাট্যজন হাবিবুল্লাহ দুলাল ও নাট্যজন শুভ্রা বিশ্বাস। নাট্যকর্মী শাহরিয়ার হান্নান ও নাঈমা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সম্মাননাপত্র পাঠ করেন উৎসবের সচিব ও চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলম। সোয়া ৭টায় মিলনায়তনে ‘অঙ্গন থিয়েটার ইউনিট’ পরিবেশন করে নাটক ‘বদলী’। অনিল সাহা রচিত ‘বদলী’ নাটকটির রূপান্তর, সংযোজন ও নির্দেশনা দিয়েছেন সনজীব বড়ুয়া। নাটকে লক্ষিত হয় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সমাজ ও প্রশাসনের অধিকাংশ প্রতিষ্ঠান। দুর্নীতির আখড়া ভাঙতে সাহস নিয়ে এগিয়ে আসারা পরিবারের কাছে হাস্যকর, কর্মস্থলের সহকর্মীদের কাছে করুণার পাত্র এবং সমাজের কাছে অচল আর পরিস্থিতির শিকার মনে হতে পারে। রাতারাতি সব ঠিক না হলেও অসহনীয় এই জীবন থেকে মুক্তি পেতে নিরন্তর চেষ্টা করে যেতে হয়। সমাজের বেশিরভাগ মানুষ সৎ হলে, তাহলে বাকিরা পরিবেশটাকে বিষিয়ে দিতে পারে না। শুভবোধের আগমনের আশায় জাগ্রত হয় মন। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেন শ্যামাপ্রসাদ চক্রবর্ত্তী, সনজীব বড়ুয়া, মাহবুব রহমান, সূপক দাশ মানু, রঘু নন্দী, শিবা মণ্ডল, কেয়া চক্রবর্ত্তী, উদয় চৌধুরী, চন্দন চৌধুরী ও দীপংকর বড়ুয়া। এর আগে সন্ধ্যে ৬টায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে পাপেট শো পরিবেশন করে ‘ক্যানভাস পাপেট থিয়েটার’। দলীয় নৃত্য পরিবেশন করে ‘নৃত্যভূমি’।

পূর্ববর্তী নিবন্ধএ কোন সাবিলা? দেখে চেনা দায়!
পরবর্তী নিবন্ধস্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পাঁচটি ম্যাচ সম্পন্ন