সব সমীকরণকে পাশ কাটিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা। গতকাল রাতে পোল্যান্ডের বিপক্ষে বাঁচা–মরার ম্যাচে তারা ২–০ গোলে জয়লাভ করে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক আউটে পৌঁছে যায়। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ডি–বক্সের ভেতর থেকে পোল্যান্ডের জালে বল জড়িয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাক অ্যালিস্টার। এই গোলের মিনিট বিশেক পর দলের হয়ে ব্যবধান বাড়ান আলভারেজ। অন্য ম্যাচে মেক্সিকো ২–১ গোলে সৌদি আরবকে পরাজিত করে। পোল্যান্ড এবং মেক্সিকোর পয়েন্ট সমান ৪ হলেও গোল পার্থক্যে পোল্যান্ড নক আউট পর্বে খেলবে। এই গ্রুপ থেকে বাদ পড়েছে সৌদি আরব ও মেক্সিকো।