নারী টি–টোয়েন্টি অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ইতিমধ্যে দুটি খেলায় পর পর জয়লাভ করেছে চট্টগ্রাম বিভাগ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ রোববার তারা মাঠে নামছে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ আজ খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। দল দুটি ‘বি’ গ্রুপের অপর দুটি দলের বিপক্ষে জিতে এরই মধ্যে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে রাজশাহী ও খুলনার। তাদের নিজেদের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যাক্ত হওয়ায় সমান ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও রান রেটে এগিয়ে আছে রাজশাহী বিভাগ। আগামী মঙ্গলবার সেমিফাইনালে উভয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার আপ দল অপর গ্রুপের রানার আপ ও চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে। আর বৃহস্পতিবার রয়েছে চূড়ান্ত শিরোপা নির্ধারণী ম্যাচ। এদিকে আজ রোববারের ম্যাচটি চট্টগ্রাম ও ঢাকার জন্য কিছুটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারণী হিসেবে গুরুত্বপূর্ণ। এ ম্যাচের বিজয়ী দল সেমিফাইনাল খেলবে স্বাগতিক খুলনার বিপক্ষে। আর বিজিত দলের প্রতিপক্ষ হবে রাজশাহী।