গ্রুপের শীর্ষে তমাল চৌধুরী স্মৃতি একাদশ

বিজয় কাপ হকি টুর্নামেন্ট

| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ৪র্থ খেলায় তমাল চৌধুরী স্মৃতি একাদশ ২০ গোলে পদাতিক ক্লাবকে পরাজিত করে। গতকাল রোববার চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের একমাত্র খেলায় বিজয়ী দলের পক্ষে দ্বীপ ও আরাফাত ১টি করে গোল করেন। তবে পদাতিক বেশ ক’টি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে। টুর্নামেন্টে ২ ম্যাচ শেষে ২জয়ে তমাল চৌধুরী স্মৃতি একাদশ মোট ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে। অপরদিকে সমসংখ্যক খেলায় ১জয় ১পরাজয়ে ৩ পয়েন্ট অর্জন করে পদাতিক ২য় স্থানে অবস্থান করছে। গতকালে ম্যাচে আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, রাইয়ান চৌধুরী। আজকের খেলায় অংশ নেবে পদাতিক ক্লাব বনাম কতোয়ালী কিংস (দুপুর ২:৩০টা)

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ণ ফুটবল টুর্নামেন্টের খেলা আজ আবার শুরু
পরবর্তী নিবন্ধঅ্যাশেজ সিরিজের বৃষ্টি বিঘ্নিত দিনে রুট-ব্রুকের লড়াই