সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফটিকছড়ি পৌরসভা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা সদরের বিবিরহাট সানমুন কনভেনশন হলে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, গত ৭ জানুয়ারি একতরফা নির্বাচন ফটিকছড়ির মানুষ প্রত্যাখ্যান করেছে।
আগামি দিনেও এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা রাজপথে সকল ধরনের গ্রুপিং ভেদাভেদ ভুলে একটাই গ্রুপ করবো সেটা হলো শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের গ্রুপ। অন্য কোন গ্রুপের এখানে স্থান নাই। ডামি সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না।
মাহফিলে মোবারক হোসেনের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাহিম উদ্দিন শাহীন, আবু তাহের সিদ্দিকী, এ কে এম মহিউদ্দিন, মনসুর আলম চৌধুরী, এস এম আবু মনসুর, মো. আনোয়ার, মহিউদ্দিন মেসি, নুরুল হুদা, মিনু চৌধুরী, ডা. আহমদ হাবিব, জসিম উদ্দিন, বেলাল, নজরুল, মাহবুব, আলম প্রমুখ।