গ্রীষ্মকালে ঘন কুয়াশা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

চলছে গ্রীষ্মকাল। মাত্রাতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়ছে জনজীবন। অথচ এর মধ্যেই গতকাল ভোরে হাটহাজারীতে দেখা গেল ঘন কুয়াশা।
স্থানীয়রা জানান, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার প্রকোপ কমে যায়। এরপর আবার অসহনীয় গরম। শীত মৌসুমেও এমন কুয়াশা না দেখার কথা জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে কৃষি বিভাগের এক কর্মকর্তা বলেন, কুয়াশার কারণে মরিচ ও শীতকালীন সবজির হয়তো ক্ষতি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধভারতে হাসপাতালে ঠাঁই নেই ঘরেও চলছে বাঁচার লড়াই
পরবর্তী নিবন্ধভারতফেরত সেই ১০ করোনারোগীকে ধরে ফের হাসপাতালে ভর্তি