গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়ায় দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন অনিন্দ্য

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্য দ্বিগবিজয় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের দাবায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের চারটি অঞ্চলের চ্যাম্পিয়ন চারজন প্রতিযোগি অংশগ্রহণ করে। উল্লেখ্য, সে থানা, জেলা, উপঅঞ্চল ও অঞ্চল পর্যায়ের চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ তার এই অসাধারণ অর্জনে তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে সাফল্য অর্জনের জন্য তাকে অনুপ্রাণিত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমির শুভসূচনা
পরবর্তী নিবন্ধসিলেটে ৯৩ রানে অপরাজিত মুশফিকুর রহিম