গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

কাপ্তাই

কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত স্কুল ভিত্তিক ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক দলের ফুটবল খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৪৩ গোলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। খেলা পরিচালনা করেন ওয়াগ্‌গা উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা।

ফটিকছড়ি

ফটিকছড়িতে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার নাজিরহাট জোনে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নূর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়। গত ৭ সেপ্টেম্বর বিকেলে দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৪৩ গোলে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট পৌর প্যানেল মেয়র মো. আলী, কাউন্সিলর মোস্তফা কামাল, কাউন্সিলর মো. ওসমান, নাজিরহাট আদর্শ ব্যবসায়ি সমিতির সভাপতি নাছির উদ্দীন, দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব, শিক্ষক নূরুল হুদা, মো. এজাহার, মাসুদ পারভেজ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট রিক্রিয়েশন ক্লাবের আন্তঃ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধএখন সান্ত্বনার জয় পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ