চট্টগ্রামে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের ফুটবল ইভেন্টে ছেলেদের গ্রুপে কুমিল্লা উপ–অঞ্চলের বুরিচং উপজেলার টেকনিক্যাল ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে কুমিল্লার দলটি ২–০ গোলে চট্টগ্রাম উপ–অঞ্চলের প্রতিনিধি কুতুবদিয়া আদর্শ স্কুলকে পরাজিত করে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত মেয়েদের গ্রুপে রাঙ্গামাটির ঘাগড়া স্কুল ১–০ গোলে হবিগঞ্জের বালিকা স্কুলকে হারায়। খেলা শেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ফুটবল উপ–কমিটির আহবায়ক মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক উত্তম খিসা। চট্টগ্রাম সরকারি মুসলিম স্কুল মাঠে কাবাডির ফাইনালে কুমিল্লার দাউদকান্ডি নৈয়ার ড. মোশারফ হোসেন স্কুল ৪৩–২৩ পয়েন্টে চট্টগ্রামের বাঁশখালী বানীগ্রাম স্কুলকে হারিয়ে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটির ভুবনজয় সরকারি বালিকা স্কুল। তারা ব্রাহ্মণবাড়িয়ার আদর্শ বালিকা স্কুলকে পরাজিত করে ২২–১২ পয়েন্টে। শেষে সরকারি মুসলিম স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আক্তার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রামে যে দলগুলো বিজয়ী হয়েছে, সেগুলো সিলেটে অনুষ্ঠানতব্য চূড়ান্ত পর্বে খেলবে। আগামী ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে।