গ্রীণ লিফ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গুণিজন সংবর্ধনা

| বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

লাইফ স্টাইল এন্ড ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন গ্রীণ লিফের ৪র্থ মোড়ক উন্মোচন, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনারারী কনসাল সোলায়মান আলম শেঠ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীণ লিফ ম্যাগাজিনের সম্পাদক তসলিম হাসান হৃদয়। আশিক আরেফিনের উপস্থাপনায় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীণ লিফের উপদেষ্টা শেখ নওশেদ সরোয়ার পিন্টু। প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. মুহম্মদ মাসুম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন এম. এ মোতালেব, ড. মো. সানা উল্লাহ, কবি ও প্রাবন্ধিক মো. কামরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ মালেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গত রবিবার গ্রীণ লিফ ম্যাগাজিনের পক্ষ থেকে ম্যাগাজিনের উপদেষ্টা মো. কামরুল ইসলাম, সম্পাদক তসলিম হাসান হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ আজাদী কার্যালয়ে এসে সম্মাননা ক্রেস্টটি আজাদী সম্পাদকের হাতে তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমানে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর যুবক নিহত
পরবর্তী নিবন্ধনিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দিন