গ্রিসের সামোস দ্বীপের উপকূলে সোমবার নৌকাডুবিতে তিন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে ও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তারা এ পর্যন্ত পাঁচ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। খবর বাংলানিউজের। দ্বীপটির উত্তর–পশ্চিমাঞ্চলের আজিওস ইসিদোরোসের পাথুরে উপকূলে চারটি কোস্টগার্ডের জাহাজ ও একটি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ২০১৫–২০১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসী ও শরণার্থীদের জন্য গ্রিস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রবেশ পথ ছিল। তখন প্রায় ১০ লাখ মানুষ ইইউয়ে প্রবেশ করেছিল। এদের বেশিরভাগ রবারের ডিঙ্গির মাধ্যমে মধ্যবর্তী জলপথ পাড়ি দিয়েছিল। তবে গত বছর থেকে ইইউয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ কমে গেছে।