গ্রিন সিটি ক্যাম্পেইন উদ্বোধন করলেন মেয়র

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

সবুজে সাজাই, সবুজে বাচাঁই নগর প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সামাজিক সংগঠন বিজয়কেতনের উদ্যোগে চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণে মধ্যদিয়ে মাসব্যাপী গ্রীন সিটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিজয়কেতনের সহসভাপতি কামরুন্নাহার রেখার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা জেসীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. মোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, লায়ন ইসমত আরা, আনোয়ারা আলম, ফরিদা আক্তার, রিয়া দাশ চায়না, নুরুজ্জামান রিপন, ফেরদৌসী ইয়াসমিন, শারমিন আক্তার, আমেনা আক্তার কলি, মোরশেদা আক্তার, শামসুন্নাহার আক্তার, নুরে জান্নাত ইফতি, তানিয়া আক্তার, জেসমিন আক্তার, নিপা মজুমদার, ফরিদা ইয়াসমিন রেশমী, রিমি দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় শানে আশুরা মাহফিল
পরবর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় মহিলাকে গরম পানি নিক্ষেপ, যুবক গ্রেপ্তার