গ্রিন মীরসরাই গড়ে তোলার প্রত্যয়

এক লক্ষ গাছের চারা বিতরণ

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের উদ্যোগের অংশ হিসেবে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক লক্ষ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, জাম্বুরা, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা, মাল্টা, চাপালিশ, অর্জুন, বাদাম, নিমসহ বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। পরিবেশ সুরক্ষায় বিএসআরএম, নাহার এগ্রোসহ বিভিন্ন স্কুলকলেজ, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানকেও গাছের চারা প্রদান করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি জেলা প্রশাসককে এ রকম জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মীরসরাই উপজেলাকে গ্রিন মীরসরাই হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট করেরহাট ও হিঙুলি এলাকায় ফলদ, বনজ ও ঔষধি ৭৫ হাজার গাছের চারা স্কুলকলেজের শিক্ষকশিক্ষার্থী ও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনে এবং এই পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। চারা বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, সার্কেল এএসপি মো. মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন সামাজিক সংগঠন শান্তিনীড় ও দুর্বার।

পূর্ববর্তী নিবন্ধতৃমেসকস’র সভাপতি বশির, সা. সম্পাদক জাকির
পরবর্তী নিবন্ধপটিয়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার