হালিশহর গ্রিন বাড্স স্কুলের বার্ষিক অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অর্পিতা নারগিসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জিবিআইএস ম্যানেজিং কমিটির চেয়ারম্যান সাংবাদিক আবসার মাহফুজ। ক্যাম্পাস কো–অর্ডিনেটর ফারজানা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন তাহমিনা আকতার, সালমা বেগম ও শাহিনুর আকতার। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন ফাহমিদা জামান সুমি, ফারিহা জাহান হৃদি, সায়মা সুলতানা তুর্ফা, নাজমা ইয়াসমিন, ইয়াকুতুর নেছা চিস্তি, মুন মুন ইসলাম ও জান্নাতুল মাওয়া। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।












