বাংলার ঐতিহ্যের সঙ্গে পিঠার গভীর সম্পর্ক রয়েছে। নতুন ধান বাড়িতে উঠলেই নতুন নতুন পিঠার সমাহার হতো। কালের বিবর্তনে তা কমে গেছে। সেসব পিঠার সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় নেই বললেই চলে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী সেসব বাহারি নামের ও স্বাদের পিঠার সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই গত বৃহস্পতিবার নগরীর গ্রিন বাড্স ইন্টারন্যাশনাল স্কুলে মা সমাবেশ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবসার মাহফুজের সভাপতিত্বে মা সমাবেশ ও পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন।
স্কুল কো–অর্ডিনেটর ফারজাহান চৌধুরীর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হালিশহর এ–ব্লক মহল্লা কমিটির সাধারণ মোহাম্মদ শফি উল্লাহ ও আবদুল্লাহ সোহেল। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারি শিক্ষিকা সাজেদা আকতার মলি, ফারিহা জাহান হৃদি ও বিবি ফাতেমা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, যে দেশের মানুষ তার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ভুলে যায় তারা কখনো বড় হতে পারে না। তারা কখনো উন্নত জাতি হতে পারে না। নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস–ঐতিহ্য ও শেকড়কে মনে করিয়ে দিতে পিঠা উৎসব ভূমিকা রাখবে।