গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে গত ২৫ জুলাই, বোয়ালখালী চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ। স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মো. জেবর মুল্লুক মাইজভাণ্ডারী, মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন রেজভী। উদ্বোধক ছিলেন মাসুদ রানা। প্রধান অতিথি দরবারের সকল ভক্ত–আশেকানদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ছিলেন আকতার হোসেন নেজামী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মিনহাজুর রহমান, মো. নুরুল ইসলাম, মো. আবদুল মান্নান, মো. আসিফ, মো. মোসলেম উদ্দিন, মো. আশরাফুর রহমান, মোহাম্মদ আরিফ, জাওয়াদুল করিম প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ভক্ত–আশেকানদের মাঝে চারা বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।