তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে চীনের জোর তৎপরতায় সংযম প্রদর্শন এবং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে নিজেদের করে নিতে বেইজিং যে নিয়মিত সামরিক হুমকিধামকি দিয়ে যাচ্ছে তা বন্ধে যুক্তরাষ্ট্রের সরকারগুলো বছরের পর বছর ধরে আহ্বান জানিয়ে এসেছে। খবর বিডিনিউজের।
কিন্তু এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলের যে হুমকি দিয়েছেন তা তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে দিয়ে আসা এ বার্তার প্রভাবকে খাটে করে দিয়েছে বলে চীনের অনেক ভাষ্যকারই মনে করছেন। ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতিতে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে সামপ্রতিক দিনগুলোতে চীনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ও পররাষ্ট্র নীতি বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অনেকে বলছেন, তাইওয়ান ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মুখোমুখি সামরিক অবস্থান নিকট ভবিষ্যতে বদলাবে এমন সম্ভাবনা দেখা না গেলেও ট্রাম্প যেভাবে আমেরিকান কূটনৈতিক রীতিনীতি ভাঙতে পছন্দ করেন, তা চীনের জন্য সুযোগও সৃষ্টি করতে পারে।