ডেনমার্কের প্রধানমন্ত্রী সোমবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জোর করে গ্রিনল্যান্ড দখল করতে চায় তবে তা আট দশকের ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সম্পর্ক ধ্বংস করবে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আর্কটিকের খনিজসমৃদ্ধ অঞ্চলকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন। খবর বাসসের।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে এমন আকাঙ্ক্ষা ডেনমার্কের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কিছু ইউরোপীয় দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। তারা ন্যাটো মিত্র ডেনমার্ককে হুমকি দেওয়া বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। কোপেনহেগেনে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন টিভি–টু নেটওয়ার্ককে বলেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো দেশে সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তবে ন্যাটোসহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সব নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্ষেপণাস্ত্র চলাচলের সংক্ষিপ্ততম পথে গ্রিনল্যান্ডের অবস্থান। সেখানে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকায় ট্রাম্প রোববার কৌতুক করে বলেন, আমরা প্রায় দুই মাস পর গ্রিনল্যান্ড নিয়ে ভাবব।
এর প্রতিক্রিয়ায় নিলসেন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, অনেক হয়েছে। আর চাপ দেবেন না, আর কোনো ইঙ্গিত বা দখলের কল্পনা করবেন না। তিনি আরও বলেন, তারা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা আন্তর্জাতিক আইন ও যথাযথ প্রক্রিয়া মেনে হতে হবে।












