ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রে যুক্ত হতে গ্রিনল্যান্ডের প্রত্যেক বাসিন্দাকে মোটা অঙ্কের টাকা সাধার কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর্কটিকের এই ডেনিশ অঞ্চলটি দখলে নেওয়ার চেষ্টা করলে ডেনমার্কের সৈন্যরা ঊর্ধ্বতন কমান্ডারদের নির্দেশের অপেক্ষা না করেই যুদ্ধে নেমে পড়বে, যুক্তরাষ্ট্রের প্রতি ডেনমার্কের এমন হুঁশিয়ারির পরপরই ট্রাম্প প্রশাসনের এমন ভাবনার খবর পাওয়া গেল। খবর বিডিনিউজের।
হোয়াইট হাউসের আলাপ–আলোচনা সম্বন্ধে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গ্রিনল্যান্ডের বাসিন্দাদের প্রলুব্ধ করতে তাদের প্রত্যেককে ১০ হাজার থেকে শুরু করে এক লাখ ডলার পর্যন্ত ‘ঘুষ দেওয়ার’ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। বাসিন্দাদের টাকা পাঠিয়ে ডেনমার্কের এই অঞ্চলটি নিজেদের করে নেওয়ার এমন চিন্তাভাবনাতেই বোঝা যাচ্ছে ওয়াশিংটন ৫৭ হাজার জনসংখ্যার দ্বীপ গ্রিনল্যান্ডের দখল পেতে কতটা মরিয়া। যদিও কোপেনহেগেন ও নুকের (গ্রিনল্যান্ডের রাজধানী) কর্মকর্তারা বারবারই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কেবল সরাসরি মোটা অঙ্কের টাকা পাঠানোই নয়, খনিজসমৃদ্ধ দ্বীপটি অধিগ্রহণে হোয়াইট হাউস নানান কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার মধ্যে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করার মতো বিকল্পও রয়েছে।












