গ্রিড বিপর্যয়ে জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা : প্রতিমন্ত্রী

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই তাদের চাকরিচ্যুত করা হবে। খবর বাংলানিউজের।
গতকাল শনিবার দুপুরে কেরানীগঞ্জে সবুজ বাংলাদেশ প্রকল্পের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নসরুল হামিদ বলেন, ঢাকা ও এর আশপাশে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে। কারণ গ্রিড বিপর্যয়ের পর পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পূর্বাঞ্চলে আসছে না। তাই লোডশেডিং বেড়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আমরা আশা করেছিলাম হয়তো এ মাসে পরিস্থিতিটা স্বাভাবিক হবে। কিন্তু গ্রিড বিপর্যয়ের পর তা এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা চাচ্ছি দ্রুত ঢাকা ও পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে। আমরা আশাবাদী আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ঢাকা ও তার আশেপাশের এলাকাগুলোকে লোডশেডিং মুক্ত করতে পারবো।
জ্বালানি তেলের দাম কমবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তেলের উৎপাদন কমে গেছে। বিশ্বের যে পরিস্থিতি, ভবিষ্যতে জ্বালানি তেল পাওয়া যাবে কিনা তাই বলা যাচ্ছে না। তবে আপাতত দাম বাড়ছে না।

পূর্ববর্তী নিবন্ধএমন ভাগ্য নিয়ে জন্মাইনি যে বাংলাদেশে মরব : সুমন
পরবর্তী নিবন্ধমহেশখালীতে গভীর রাতে পাহাড় কেটে মাটি বিক্রি