গ্রাহকের ২ কোটি টাকা মেরে মালিক লাপাত্তা, থানায় অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

গ্রাহকের অন্তত ২ কোটি টাকা মেরে দুদিন ধরে লাপাত্তা একতা শ্রমজীবী কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি সমবায় সমিতির মালিক মো. রাসেল। সমিতির কার্যালয়ে তালা দেওয়া। কর্মকর্তারাও উধাও। নগরীর ইপিজেড থানার বিপরীতের ১ নং নেভী ওয়েলফেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় সমিতির কার্যালয়ের সামনে ভিড় করেছেন গ্রাহকরা। এদের বেশিরভাগই ইপিজেডের শ্রমিক।

এ ঘটনায় সাইদুল আকতার নামে এক গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন জানিয়ে তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার এসআই আফসার উদ্দিন রুবেল জানান, টাকা মেরে পালানো রাসেলকে ধরতে কাজ করছে পুলিশ। সমিতির লাইসেন্সও তার নামে করা। মূলত গার্মেন্টস শ্রমিক এবং নিম্নআয়ের মানুষদের টার্গেট করে এই সমিতি থেকে ঋণ দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। রাসেলকে ধরতে পারলে এর নেপথ্যে আর কে আছে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় আউটার রিং রোডের ৭০ শতাংশ কাজ শেষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের তিনজনসহ নারী আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ