গ্রাহকের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন

ছয় রেস্টুরেন্টকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

গ্রাহকের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন করায় নগরের জিইসি মোড় এলাকার ছয়টি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। একই অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় এক ক্রেতাকেও ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডিত রেস্টুরেন্টগুলোর মধ্যে পিৎজা হাট, বাসমতী রেস্টুরেন্ট, জামান মেজবানি রেস্টুরেন্ট ও হোটেল জামান অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দি গামবিয়া ফুডকে ২ হাজার টাকা ও লবিয়ত রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী আজাদীকে বলেন, কোভিড-১৯ করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় সাংস্কৃতিক পরিষদের পথ চলা