গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এপিক প্রপার্টিজ

সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে এপিক প্রপার্টিজ লিমিটেড। অর্জন করেছে দেশ সেরা আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সুখ্যাতি। ২০০৩ সালে থেকে পথচলা শুরু হয় এপিক প্রপার্টিজের। প্রতিষ্ঠার পর থেকেই এপিক প্রতিষ্ঠানটি স্বপ্নের আবাসন নির্মাণে ঢাকা এবং চট্টগ্রামে এক এক করে ৬০ এর অধিক আবাসিক ফ্ল্যাট এবং বাণিজ্যিক স্পেসের প্রকল্প নির্মাণ করেছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এপিক প্রপার্টিজের ২০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এপিক প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থানা পরিচালক প্রকৌশলী এসএম আবু সুফিয়ান।

তিনি আরো বলেন, ২০২০ এ বিশ্ব মহামারীর মতো প্রতিকূল সময়েও আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের অ্যাপার্টম্যান্ট হস্তান্তর করেছি। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মান আর বিশ্বাসের সর্বোচ্চ গুরুত্বে আমরা ছিলাম অবিচল। এই ২০ বছরের পথচলায় এপিক প্রপার্টিজ লিমিটেড প্রায় ২ হাজার ৫০০ এর অধিক ফ্ল্যাট নির্মাণ করেছে। প্রতিটি ফ্ল্যাট ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনসিসি) ১০০ ভাগ অনুসরণ করে নির্মাণ করা হয়েছে। যা আমাদের সম্মানিত গ্রাহদের মাঝে আস্থার প্রতিক হিসাবে স্বীকৃত।

আবু সুফিয়ান বলেন, দেশ ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় এপিক পরিবার শুধু আবাসন নির্মাণেই সীমাবদ্ধ না থেকে, মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে এপিক হেলথকেয়ারের ভূমিকা অপরিসীম। বিগত ২০ বছরে এপিক তার অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে সুনামে সাথে কাজ করে চলছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এপিক রেডিমিক্স এন্ড কনক্রিট প্রাইভেট লিমিটেড, বিডকো এবং এপিক ইঞ্জিনিয়ার্স এন আর্কিটেক্টস।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপিক প্রপার্টিজের প্রধান স্থপতি মো. সাইফুর রশীদ, হেড অব সেলস কাজী আবদুল হামিদ, হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন মোহাম্মদ সালাহউদ্দীন ও বোর্ড অব ডাইরেক্টরস কো অর্ডিনেটর মুনতাহা কবীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিপিবির বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় একাত্তর