কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। রনজিত দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ নুরুল হায়দার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, দীপঙ্কর ভৌমিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনা মহামারীতে আজ মানবতা বিলিন হয়ে গেছে। কিন্তু চিকিৎসা পেশার অংশ হিসেবে গ্রাম ডাক্তাররা অনেক ত্যাগ স্বীকার করে চিকিৎসা ও মানবিকতা মূল্যবোধ জাগ্রত রেখেছেন। প্রেস বিজ্ঞপ্তি।