গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির সম্মেলন

| মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইউরোলজি এন্ড জেনারেল হাসপাতালে গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির পাঁচলাইশ ও বায়েজীদ থানার সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার সহ-সভাপতি গ্রাম ডা. অসিম দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি-পুলিশ কমিশনার (অব:) রুহুল আমিন সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন শহীদ সোহারওয়ার্দী মেডিকেল ও হাসপাতালের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস (অনলাইনে)। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল ও হাসপাতালের অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, সাউদার্ন মেডিকেল ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনজুরা চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. এটিএম নূরুল আমিন, সহকারী অধ্যাপক ডা. এস মুজিবুর রহমান, ডা. লুৎফুল কবির শিমুল, ইঞ্জিনিয়ার সানজিদা জে সিদ্দিকী, ডা. অশিন বড়ুয়া, ডা. জোনাকী দেবী। সাংগঠনিক বক্তব্য রাখেন গ্রাম ডা. রতন কুমার নাথ, অনুপ কুমার নন্দী, প্রদীপ কান্তি দে, বিপ্লব কান্তি দে, দিবাকর চৌধুরী, সুদর্শন আচার্য্য, দেবাশীষ শীল, আবুল হাশেম, স্বপন মিত্র, আর. হোসেন সাগর, সরোজ দাশ, লিটন দাস, মোফাচ্ছেল হোসেন, বিধান চন্দ্র নাথ, সুমন দত্ত, পরিমল দাশ। সভায় সবার সম্মতিক্রমে পুনঃ গ্রাম ডা. সুভাষ চন্দ্র ভট্টাচার্য্যকে সভাপতি এবং রতন কুমার নাথকে সাধারণ সম্পাদক করে পাঁচলাইশ থানা কমিটি এবং প্রদীপ কুমার দে’কে সভাপতি, একেএম আবাদ হাসান ইউসুফকে সাধারণ সম্পাদক করে বায়েজিদ থানা ২০২১- ২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় গাউসিয়া কমিটির মানবিক কার্যক্রম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে
পরবর্তী নিবন্ধরাউজানে ৩৫১ কেজি মাছের পোনা অবমুক্ত