চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কটি কাগজে–কলমে কোনো মহাসড়ক নয়। এটি বাস্তবে একটি গ্রামীণ সড়কের মতোই সরু ও অপ্রস্তুত। কিন্তু ব্যবহার হচ্ছে মহাসড়কের মতো, ভারী যানবাহন, দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার যানবাহন প্রতিদিন এই সড়কের ওপর দিয়েই চলাচল করছে। এই দ্বৈত বাস্তবতাই বাঁশখালীর মানুষের জন্য প্রতিদিন তৈরি করছে এক ভয়াবহ ঝুঁকি।
মাত্র ৮ ফুট প্রশস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে। দুই পাশে সামান্য কিছু গাড়ি দাঁড়ালেই পুরো সড়ক অচল হয়ে পড়ে। যানজট তখন আর সমস্যা থাকে না, তা রূপ নেয় জীবন–মরণের প্রশ্নে। বিশেষ করে কোনো অ্যাম্বুলেন্স এই সড়কে পড়লে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। এই অবস্থায় বাঁশখালী সড়কের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। গ্রামীণ সড়ক হিসেবে রেখে মহাসড়কের মতো ব্যবহার চলতে পারে না। হয় সড়কের কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে, নয়তো জরুরি সেবার যানবাহনের জন্য কঠোর আইন ও তাৎক্ষণিক আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে অনিশ্চয়তার মধ্যেই থাকতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। অবহেলার মূল্য আর যেন মানুষের জীবন দিয়ে দিতে না হয়। বাঁশখালীর মানুষ উন্নয়ন নয়, আগে নিরাপদ রাস্তা চায়।
কে.এম.মুরাদ
শিক্ষার্থী, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়
বাঁশখালী, চট্টগ্রাম।









