কুয়াশাচ্ছন্ন এক সকাল। যখন শহর এখনো ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শিক্ষার আলো ছড়িয়ে দিতে ছুটে চলে একদল উদ্যমী তরুণ। লক্ষ্য একটাই—শহরের পাশাপাশি গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা সামগ্রী বিতরণ।
“জ্ঞানের আলোয়, উজ্জীবিত হোক শিক্ষার মান”—এই মূলমন্ত্র সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক (Unity Spark -US) শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম সিটি সেন্ট্রাল ইউনিটের আয়োজনে ৩০ জানুয়ারি ২০২৬ এ কার্যক্রম অনুষ্ঠিত হয় চট্টগ্রাম শহরের নিকটবর্তী গ্রামাঞ্চল (বড় উঠান, মিয়ার হাট, মাইজপাড়া, কর্ণফুলী, চট্টগ্রাম) এলাকায়।
এই কার্যক্রম ইউনিটি স্পার্কের গ্রামভিত্তিক দীর্ঘমেয়াদি শিক্ষাপ্রকল্পের একটি অংশ। যদিও বাস্তবায়নের দায়িত্বে ছিল চট্টগ্রাম সিটি সেন্ট্রাল ইউনিট, তবে এটি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য শহীদুল ইসলাম সোহেল, জিয়া উদ্দীন আহমেদ, মোহাম্মদ সাকিবুল ইসলাম শিহাব, মোহাম্মদ ফয়জুল্লাহ, আশিকুর রহমান বোরহান, হুমায়ন কবির, ফজলে হাসান আবিদ এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মহিবুল হাসান রাফি,সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ইউনিটে পর্যায়ক্রমে এ ধরনের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষ্যে ইউনিটি স্পার্ক (Unity Spark-US) কাজ করছে। শহর থেকে শুরু করে গ্রাম ও দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অলিগলিতে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
শিক্ষা সামগ্রী পেয়ে অবহেলিত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। এই দৃশ্যই প্রমাণ করে—শিক্ষার জন্য সামান্য সহায়তাও বদলে দিতে পারে অনেক কিছু।
সংগঠন সূত্রে জানানো হয়, ইউনিটি স্পার্কের এই শিক্ষা প্রকল্প একটি দীর্ঘস্থায়ী উদ্যোগ, যা সারাদেশে শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।












