গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের প্রথম শাখাটি পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে তিনি হাটহাজারীস্থ গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করেন। এই শাখাটি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি স্থাপিত হয় এবং পরে এটি হাটহাজারীর একটি ভবনে স্থানান্তর করা হয়।

এর আগে দুপুর ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত চবির ৫ম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত সমাবর্তনে তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডিলিট) ডিগ্রি প্রদান করেছে চবি।

গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা বিকেল ৫টায় তার পৈত্রিক নিবাস ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে গিয়ে প্রথমে দাদাদাদীর কবর জিয়ারত করেন এবং সেখানকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে গতকাল প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল সাড়ে ৯টার দিকে একটি বিশেষ বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান বন্দর থেকে প্রধান উপদেষ্টা সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর ইয়ার্ডে বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে আসেন। সার্কিট হাউজ থেকে চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অঙিজেনহাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে যোগদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাটে রেল-কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধচলতি মৌসুমে নগরের জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার