গ্রামীণ কল্যাণ চট্টগ্রাম অঞ্চলের ফ্রি চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৫:২০ পূর্বাহ্ণ

গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের উদ্যোগে গতকাল শনিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকার বুড়িশ্চর গ্রামের জিয়াউল উলুম মাদ্রাসায় দিনব্যাপী প্রায় ১০০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।উক্ত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন সমাজসেবক মাইনুল আনাম।ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক নজুমিয়াহাট শাখা, স্বেচ্ছাসেবী সহায়তা প্রদান করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এবং বন্ধু মহল। এতে উপস্থিত ছিলেন গ্রামীণ কল্যাণ চট্টগ্রাম অঞ্চলের জোনাল ম্যানেজার ওমর ফারুক, সোশ্যাল ইসলামি ব্যাংক নজুমিয়া হাট শাখার ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, আব্দুল কাদের, সাফায়েত রায়হান শিহাব, আনিকা, ফজল করিম, ইরফান, হাসিবুল প্রমুখ। ক্যাম্পের কার্যক্রমে জেনারেল মেডিসিন, প্রসূতি, চক্ষু, চর্ম, ব্লাড প্রেসার, ডায়াবেটিস টেস্ট ও আল্ট্রাসনোগ্রাফি সেবা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণকে আবারও বিভক্ত করার চেষ্টা চলছে : হেলালী
পরবর্তী নিবন্ধচসিককে স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হয়েছে : মেয়র