চট্টগ্রামের গ্রামীণ ও সমুদ্রতীরবর্তী এলাকার মানুষদের জন্য জরুরি সেবা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, সেচ সমস্যার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার চ্যালেঞ্জ অনেক বেশি। তাই এই অঞ্চলে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় করার প্রয়োজন।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাইমারী, মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত করা গেলে কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সেবা আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব।
এছাড়াও, স্থানীয় প্রশাসন, স্কুল–কলেজ ও কমিউনিটি নেতৃবৃন্দকে একত্রিত করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করলে তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক দায়িত্ববোধও বাড়বে। এটি শুধু মানুষকে সাহায্য করবে না, বরং আমাদের সমাজকে আরও মানবিক ও সচেতন করার পথ খুলবে। সবার সহযোগিতা ও সমন্বয়েই চট্টগ্রামের গ্রামীণ ও সমুদ্র এলাকা রেড ক্রিসেন্ট কার্যক্রমে আরও সক্রিয় ও প্রভাবশালী হয়ে উঠবে।
কে.এম.মুরাদ
শিক্ষার্থী, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।












