গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নিবেদিত সামাজিক সংগঠন ‘আমার গ্রাম’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৩৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ওয়েল পার্কে আয়োজিত এই সভায় সংগঠনের স্থায়ী পরিষদ সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আকতার হোসেন এবং সঞ্চালনা করেন আবু ওবাইদা আরাফাত। এতে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, কথাসাহিত্যিক আরমানউজ্জামান, মো. এনামুল হক, এডভোকেট আনিসুল ইসলাম, মো. শহীদুল আলম ও মো. আবদুর রহিম।
সভাপতির বক্তব্যে মো. আকতার হোসেন বলেন, “গ্রামকেন্দ্রিক উন্নয়নের জন্য নিবেদিত সংগঠন হিসেবে ‘আমার গ্রাম’ মূলত পরিবেশ, গ্রামীণ অবকাঠামো ও বিভিন্ন ইতিবাচক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়নে কাজ করবে।”
তিনি আরও উল্লেখ করেন, উন্নয়নের মূল চালিকাশক্তি হলো গ্রাম, তাই এই সংগঠনকে জনসম্পৃক্ত করে সামাজিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
বক্তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এটিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর জোর দেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে প্রতিটি গ্রামে পরিবেশবান্ধব উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘আমার গ্রাম’ সংগঠনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে বৃক্ষরোপণের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক সচেতনতামূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে “আমার গ্রাম” দেশের বিভিন্ন প্রান্তে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।