চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এটিএম পেয়ারুল ইসলামের আনারস প্রতীকের সমর্থনে বোয়ালখালী জনপ্রতিনিধি সমন্বয় পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে গোমদন্ডি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের সভাপতিত্বে বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহানেওয়াজ হায়দার শাহিন প্রমুখ।