গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার

পটিয়ায় মতবিনিময় সভায় নাছির

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

গড়বো পটিয়া সমন্বয় পরিষদের উদ্যোগে পটিয়া বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিজিএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির।

গতকাল বিকালে কচুয়া ইউনিয়নে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ নাছির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোনো সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতুকালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার।

তিনি আরো বলেন, কোভিড১৯ পরবর্তী সময় এবং রুশইউক্রেন যুদ্ধের প্রভাবে যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও সংকট তৈরি হয়েছে তা মোকাবেলা করার জন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সমান দায়িত্ব রয়েছে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ মেম্বার, উপজেলা আওয়ামী লীগ নেতা সবুজ বড়ুয়া, আশিষ তালুকদার, জেলা যুবলীগের সহ সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, মহি উদ্দিন মহি, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন, সৈয়দ তালুকদার, নাজিম উদ্দিন তালুকদার, এরশাদুর রহমান, আব্দুল মালেক, ইদ্রিস চৌধুরী, কুতুব উদ্দিন, প্রতিমা চৌধুরী, হাসিনা আকতার, রোকেয়া খানম সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধগোফরান উদ্দীন টিটুর ছড়া বৈচিত্র্যময় ও অভিনব