ক্ষুধার্ত শকুনেরা যাচ্ছে উড়ে
বিস্তীর্ণ আকাশের বুক চিরে।
পৃথিবী জুড়ে নেমেছে হাহাকার
ক্লান্ত ওরা খুঁজতে গিয়ে আহার।
অস্থির জনজীবন বিপর্যস্ত আজ
চারপাশে করছে মহামারী রাজ।
মানবতা এখন হয়েছে ফেরারী
শুনি শুধু বিদীর্ণ আহাজারি।
চালের গুদামে, দ্রব্য বাজারে
আগুন লেগেছে মূল্য স্তরে।
মুখ দেখে যায় না বোঝা হায়!
দুঃসময়ে কারো মনে শান্তি নাই।
হায়েনা রূপী মানুষের মন
মায়া, মমতা খুব দামি এখন।
শান্তির খোঁজে যেখানেতেই যাই
গ্রহণকালে, শান্তি কোথাও নাই।