পেশাজীবী, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের পর দিন সকাল থেকে রাত পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিন দলীয় নেতাকর্মীর পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নামে তার মেহেদীবাগস্থ বাসভবনে। খসরু আগত লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং পরটা, মেজবানী মাংস ও জর্দা দিয়ে আপ্যায়ন করেন সকলকে।
এ সময় তিনি বলেন, সমস্ত দেশের মানুষ, সমস্ত বিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে। বিশ্ব বিবেক ইতোমধ্যে আজ তাদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন ব্যতীত এই সংকটের সমাধান হবে না।
তিনি বলেন, সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যেমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে। খসরু বলেন, রমজান মাসেও আন্দোলন অব্যাহত ছিল, এই আন্দোলন চলবে। যে ধরনের কর্মসূচির মাধ্যেমে আন্দোলন সফল হবে, দেশের মানুষ আইনের শাসন ফিরে পাবে, ভোটাধিকার ফিরে পাবে এবং যতদিন পর্যন্ত জনগণের সরকার গঠন হবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
তিনি বলেন, বিশ্ববাসী বাংলাদেশের প্রতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কীভাবে এখানে বছরের পর বছর ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কীভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি বলেন, জনগণ একটি বন্দী অবস্থায় দেশে বসবাস করছে। এখানে জনগণের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, নিরাপত্তা নাই। এই ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যেমে আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি– আপনারা মুক্তির যে সংগ্রামে অবর্তীণ হয়েছেন ইনশাআল্লা আমরা সফল হব, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে মুক্ত করব।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দও শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এর আগে ঈদের দিন সকালে আমীর খসরু চৌধুরী তার নিজ বাড়ি উত্তর কাট্টলীস্থ নাজির বাড়ি মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং সেখানে এলাকাবাসী ও স্থানীয় লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।