গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব

সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার মাছউদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সততা, দক্ষতানিরপেক্ষতার কোনো বিকল্প নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ভোটগ্রহণকারী কর্মকর্তারা দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালনের মধ্য দিয়ে সরকারের প্রত্যাশিত সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। গতকাল শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি আহ্বান জানান। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব। জাতির প্রত্যাশিত উৎসবমুখর নির্বাচন উপহার দিতে তিনি সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে কি না সেজন্য সব কর্মকর্তাকে মনিটরিং করা হচ্ছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, গণভোট সংক্রান্ত বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে গণভোট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের নির্দেশনা প্রদান করেন, যাতে ভোটারদের কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে তারা সঠিকভাবে পরামর্শ দিতে পারেন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো.জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, আপনাদের সামনে সুযোগ এসেছে দেশকে কিছু দেওয়ার এবং দেশ এটি গ্রহণ করতে চায়। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের মেরুদন্ড শক্ত করতে হবে এবং বিবেককে মজবুত রেখে কাজ করতে হবে। অন্যথায় আমাদের দেশপ্রেম দেশ গ্রহণ করবে না। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে কিছু দেওয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে২০২৬ সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার প্রায় দুই হাজার প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জামায়াত প্রার্থী নুরুল আমিনের প্রচারণা শুরু
পরবর্তী নিবন্ধরামুতে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত লেদা পুতু’ নিহত