গ্যাস সিলিন্ডার লাগাতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাছাড়া আরো তিন পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে এক রিকশাচালকও আহত হয়েছেন। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

জানা যায়, গত সোমবার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ননা ঠাকুরের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে সাংস্কৃতিক কর্মী অরবিন্দু চক্রবর্তী ও অঞ্জন চক্রবর্তীর দুই পরিবারের বসতঘর, রান্না ঘরসহ ছয়টি ঘর ও ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। তাছাড়া আরো তিন পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা হবে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। তিনি তার রিকশায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে চুলায় লাগানোর সময় আগুনের সূত্রপাত হয়েছে। সিলিন্ডার লাগাতে গিয়ে সেই রিকশাচালক আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রুপেন কুমার শীল।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রামের র‌্যালি ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমীর নৃত্য উৎসব