আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বিপ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বারশত ইউনিয়নের গুন্দ্বিপ পাড়া গ্রামের আশকর আলী মাঝি বাড়ির মরহুম মাহাবুব আলীর ছেলে নুর হোসের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতা বসত আগুন ধরে যায়, এতে তার ভাই খাইর মোহাম্মদের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দুই ভাইয়ের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়, কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।











