গ্যাস বিস্ফোরণ : বিকল্প নেই সচেতনতার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীতে একের পর এক গ্যাস বিস্ফোরণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। গত সোমবার দিবাগত রাতে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীর মরিয়ম ভবনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৬জন দগ্ধ হয়েছে। একই ভবনে গত বছর আরেক বিস্ফোরণের ঘটনায় ৯ জন দগ্ধ হয়। প্রাণ হারায় ৩ জন । প্রায় সব দুর্ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, রান্নাঘরের গ্যাসের চুলা থেকে কিংবা লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে বাসা গ্যাস চেম্বারে পরিণত হয়। এ কারণেই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে। তাই সচেতনতার বিকল্প নেই। মাঝে মাঝে চেক করতে হবে গ্যাস লাইনের লিকেজও। সতর্কতা নির্দেশনা জারি, সচেতনতামূলতক প্রচারণা চালিয়েও বিস্ফোরণের ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। চট্টগ্রামে গ্যাস লাইনের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) কর্তৃপক্ষ বলছে, শুধু লাইন গ্যাস থেকে নয়, অসচেতনতার কারণে বোতলজাত গ্যাস থেকেও বিস্ফোরণের ঘটনা ঘটছে।
তথ্য মতে, ১ নভেম্বর দিবাগত রাতে কাট্টলীতে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। এরমধ্যে সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ অক্টোবর বালুছড়ায় একটি কলোনির বাসায় বিস্ফোরণের ঘটনায় ফোরকান উল্লাহ (৬০) ও কালাম (৩০) নামে দুইজন দগ্ধ হন। বাসার লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ওই কক্ষটি গ্যাস চেম্বারে পরিণত হয়ে দুর্ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দেয়াল ধসে ওমর ফারুক (২৩) নামে এক যুবক প্রাণ হারায়।

২০১৯ সালে সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা ঘটে পাথরঘাটায়। ‘বড়ুয়া ভবন’ নামের পাঁচতলা ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন প্রাণ হারায়।
এ বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী রওনকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, বিস্ফোরণের ঘটনায় প্রায় সবগুলোতে গ্রাহক কিংবা সাধারণ মানুষের অসচেতনতা পরিলক্ষিত হয়েছে। দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে এই কর্মকর্তা বলেন, রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করতে হবে। গ্যাস স্বল্পতাজনিত বা অন্য কারণে চুলা নিভে গেলেও সতর্কতার সাথে চাবিটি বন্ধ করতে হবে। চুলা জ্বালানোর ১৫-২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা জানালা খুলে দিতে হবে। রাান্না ঘরের জানালা সবসময় খোলা রাখতে হবে। জানালা না থাকলে পর্যাপ্ত ভেন্টিলেশন এর ব্যবস্থা থাকতে হবে। গ্যাস লাইনের লিকেজও চেক করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভবন মালিক ও ইনচার্জ আটক
পরবর্তী নিবন্ধচোখে-মুখে অন্ধকার, চিকিৎসা ব্যয় মিটবে কীভাবে