‘গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানি চাই’ এই প্রতিপাদ্যে পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে পেকুয়ায় নৌ র্যালি কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ–মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি পেকুয়া এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় জেলেসহ নানান শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
নৌ র্যালিটি বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাট থেকে বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বান্দরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল জাফর, ইয়ুথ অ্যাকশন বাংলাদেশের চেয়ারম্যান মুসলিম আজাদ, ইঞ্জিনিয়ার রৌশন আজিজ, জাকের হোসাইন, দেলওয়ার হোসাইনসহ স্থানীয় জেলে ও লবণচাষিরা উপস্থিত ছিলেন।
এ সময় পরিবেশবাদীরা বলেন, গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানি চাই, কারণ জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস। শিল্প–কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়ছে। এতে মানবদেহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ ঝুঁকি বাড়িয়েছে। তাছাড়া জমির ক্ষতি, পানি দূষণ ও ভূমিকম্পের ঝুঁকি দিনদিন বাড়ছে। বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে।












