গ্যাসের সেই ২৫ হাজার আবাসিকে গ্যাস সংযোগ পেতে এবার যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ, চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোট, চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক কল্যাণ পরিষদ নামে তিনটি সংগঠন। গতকাল সোমবার কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ষোলশহর প্রধান কার্যালয় চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদ চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ। সাধারণ সম্পাদক একেমএম অলিউল্লা হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম গ্যাস বিদ্যুৎ পানি গ্রাহক ঐক্যজোটের চেয়ারম্যান আলমগীর নূর। সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ঐক্য পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি শাহজাহান সুফি, সদস্য আওরঙ্গজেব বাবুল প্রমুখ।