গ্যাসের চুলার ধোঁয়ায় মীরসরাইয়ে গৃহবধূর মৃত্যু

‎ মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৩:৪২ অপরাহ্ণ

মীরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহত সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারি খাজির বাড়ির মোশাররফ হোসেনের স্ত্রী। তারা আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, বেলা ১২টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় অতিরিক্ত ধোঁয়ার কারণে সামিনা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা রুমের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

‎নিহতের স্বামী মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। অতিরিক্ত ধোঁয়ার কারণে তার শ্বাস-নিশ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটে।’

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসিএমপির দুই থানার ওসি রদবদল