নগরীর আবাসিকখাতে গ্যাসের এক লাখ প্রি পেইড মিটার স্থাপনের কাজ গতকাল শুরু হয়েছে। নগরীর হালিশহর এলাকার এল ব্লকে একটি বাড়ির গ্যাস লাইনে মিটার স্থাপনের মধ্য দিয়ে নগরীতে দ্বিতীয় দফায় গ্যাসের প্রি পেইড মিটার স্থাপনের কাজ শুরু করা হলো।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাকলায়েন এই কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ আলম, উপ পরিচালক ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, টিম লিডার এম এ মান্নানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবাসিকখাতে গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ২৪১ কোটি টাকা ব্যয়ে এক লাখ প্রি পেইড মিটার স্থাপনের প্রকল্প গ্রহণ করে। এর আগে ২০১৮ সালে নগরীতে ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছিল।