গ্যালেরিয়ায় ক্রিয়েটিভ হাউসের চট্টগ্রাম রমজান মজলিশ উদ্বোধন

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

পবিত্র রমজান মাস ও ঈদের উৎসবমুখরতা নিয়ে ক্রিয়েটিভ হাউস আয়োজন করেছে চট্টগ্রাম রামাদান মজলিশ। জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি, এবং লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন। গতকাল বুধবার নগরীর ফয়’স লেক রোডে অবস্থিত গ্যালেরিয়াইউর সেকেন্ড হোমের অ্যাম্বিয়েন্স হলে শুরু হয়েছে তিন দিনের জাঁকজমকপূর্ণ এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ ও চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক, ক্রিয়েটিভ হাউজ ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তানিজিলা কাশিফিসহ অতিথিবৃন্দ। রমজান মজলিশ আজ ও কাল বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। রমজান মজলিশে ৩০টিরও বেশি স্টলে থাকছে ইফতার ও সেহরির আয়োজন, ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য। এক ছাদের নিচেই উৎসবমুখর পরিবেশে রমজানের আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন অতিথিরা।

অ্যাম্বিয়েন্স হলে ফুড স্টলগুলোর পাশাপাশি রয়েছে গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পারিবারিক পরিবেশে ইফতার ও সেহরির আয়োজন করতে পারছেন সকলে। আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউস জানিয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মাঝে একটি সৌহার্দপূর্ণ বন্ধন রচনা করা। ইতোমধ্যেই রমজান মজলিশ নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এবং অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীরা আয়োজনটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৫ মার্চের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ
পরবর্তী নিবন্ধনগরে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চায় চাইনিজ প্রতিষ্ঠান