গ্যারেজে নকল সাবানের কারখানা

কর্ণফুলী উপজেলার শিকলবাহা

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় অটোরিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল নামিদামি ব্র্যান্ডের নকল সাবান তৈরির কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে র‌্যাব৭। গতকাল রোববার সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে র‌্যাব৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

র‌্যাব জানায়, অভিযানে ডেটলসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে মোড়কজাত বিপুল পরিমাণ নকল সাবান উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় সাবান উৎপাদনের দুটি মেশিন, ১১টি ডাইস এবং প্রায় ২০০ কেজি কাঁচামাল। অভিযানের সময় কারখানায় কর্মরত তিনজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল পণ্য উৎপাদন করা হচ্ছিল। কারখানাটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত অবৈধ পণ্য ধ্বংসের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধসড়কে উল্টে গেল পিকআপ, দুই পান ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসংসদ নির্বাচন আগাম প্রচার বন্ধের নির্দেশ ইসির