চকবাজার মুন্সিপুকুরপাড়স্থ গৌরী ললিতকলা একাডেমীর মিলনায়তনে একাডেমীর চেয়ারম্যান নাসরিন সুলতানার সভাপতিত্বে ও সুপর্ণা বড়ুয়ার সঞ্চলনায় সৃষ্টি সুখের উল্লাসে গাহি সাম্যের গান জাতীয় কবির মননকে ধারণ করে গৌরী ললিতকলা একাডেমী শিশু–কিশোর শিল্পীরা সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি, যন্ত্রসংগীত দ্যোতনায় জাতীয় কবিকে স্মরণ করে নজরুল জন্মজয়ন্তী গতকাল অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন প্রখ্যাত নজরুল গবেষক, শিক্ষা উদ্যাক্তা ড. মোহাম্মদ কামাল উদ্দিন, দৈনিক পূর্বকোণের সহ–সম্পাদক আফসার মাহফুজ, এশিয়া টিভির চীফ রিপোর্টার সরোয়ার আমীন বাবু, শিক্ষক শাহানাজ পারভিন, সঙ্গীত শিল্পী ও লেখক বদরুল হাসান, এফ ডি জি উইথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার।
গৌরী ললিতকলা একাডেমীর সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন, আবৃত্তি, তবলা বিভাগের প্রশিক্ষক–বনানী চক্রবর্ত্তী, জয়দ্বীপ চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, প্রিয়ন্তী বিশ্বাস, সৈয়দা দিলোয়ারা, নূর নাঈমা, অর্ক বড়ুয়া ও অভিভাবক–ছাত্রছাত্রীবৃন্দ। শেষে কবিকে স্মরণ করে শিশু–কিশোর শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী, সঙ্গত বাদন, কবির রচিত গান, কবিতা আবৃত্তি করা হয়।












