গৌরাঙ্গ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপন

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলায় শিকারপুর ইউনিয়নে গত ১৭ নভেম্বর ৮৭ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে গৌরাঙ্গ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন স্কুল একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও প্রতিটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করছেন। উন্নয়নমূলক কাজের সরকারের বিকল্প নেই।এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এম এ খালেক, আওয়ামী লীগ নেতা মো. এরশাদ, মো. শফি, মো. রাশেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার বাবলা, মো. আজম, মো. ওমর, মো. মনসুর, মো. রাসেল, মো. বাবর, মহিউদ্দিন, সুজন, দৌলত, জুয়েল, জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক ব্যবহার না করায় ২০ ব্যক্তিকে জরিমানা
পরবর্তী নিবন্ধকরোনা প্রতিরোধে মাস্ক ও আবর্জনা সংগ্রহে ব্যাগ বিতরণ চসিকের