গৌরবের ইতিহাস কখনো ম্লান হয় না

পোস্তারপাড় হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে মেয়র

| শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গৌরবের ইতিহাস কখনো ম্লান হয় না, ইতিহাসের সঠিক চাকা ইতিহাসের নিয়মে চালিত হয়। ইতিহাসের সত্যকে কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে কখনো কখনো বিকৃতি করে কেউ বিভ্রান্ত করতে চাইলেও ইতিহাস বদলানো যায় না। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্ন বাস্তবায়ন করা গেলেই প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবো। গতকাল শুক্রবার বিকেলে পোস্তারপাড় সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মো. শফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মো. জাবেদ। এতে আরো বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সামছুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুল হাসান, নিজাম উদ্দিন আজাদ, শেখ আহমেদ জাহেদ, মো. মনির আলম, মো নাহিদ, এস.এম সালাউদ্দিন সামির প্রমুখ। মেয়র আরো বলেন, বিগত দুটি বছর করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল। তবুও অনলাইন ক্লাসের মাধ্যমে যতটুকু সম্ভব শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছিলো। এর সুফল শিক্ষার্থীরা ভালোভাবেই পেয়েছে বলেই ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এটিই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সাফল্য। তিনি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের অনুষ্ঠানে যারা উপস্থিত হয় তারা স্মৃতি বিজড়িত হয়ে পড়ে। কারণ স্কুলের যে স্মৃতি তা কখনো ভোলার নয়। তিনি আগামী প্রজন্মকে প্রযুক্তি ও সৃজনশীল শিক্ষার প্রতি মনোনিবেশ করে আগামীর নতুন চলার পথ তৈরী করতে এখন থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহৎ সাহিত্য সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম একাডেমি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার